ডেলিভারি করতে এসে কুকুরের তাড়া, বাঁচতে তিনতলা থেকে যুবকের লাফ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

অনলাইন থেকে পণ্য অর্ডার করেছিলেন একজন গ্রাহক। সেই পণ্য ডেলিভারি করতে এসে কুকুরের তাড়ার মধ্যে পড়ের এক যুবক। শেষে কুকুর থেকে বাঁচতে তিনতলা থেকে লাফিয়ে পড়েন ওই যুবক। ভারতের হায়রাবাদে এ ঘটনা ঘটে।

ডেলিভারি করা ওই যুবকের নাম মোহাম্মাদ। রোববার বিকেলে ডেলিভারি করতে গ্রাহকের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজিয়েছিলেন তিনি। বেল বাজানোর সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে দেন ওই গ্রাহক। কিন্তু দরজা খোলার পর গ্রাহকের পরিবর্তে দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে দেয় ডোবারম্যান প্রজাতির একটি কুকুর।

দরজার বাইরে অপরিচিত ব্যক্তিকে দেখে চিৎকার করতে শুরু করে কুকুরটি। কুকুরের চিৎকারে ভয় পেয়ে যান ডেলিভারি কর্মী। পুলিশের দাবি, দরজা খোলা পেয়ে মোহাম্মাদকে তাড়া করেছিল কুকুরটি।

কুকুরটি ওই গ্রাহকেরই পোষ্য বলে পুলিশ জানায়। কুকুরটির আক্রমণ থেকে নিজের প্রাণ বাঁচাতে ফ্ল্যাটের তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন মোহাম্মাদ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে রাইদুরগাম থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহাম্মাদকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

স্থানীয় থানায় ভারতীয় আইনের ২৮৯ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কারস ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, মোহাম্মাদের চিকিৎসার সম্পূর্ণ খরচ পোষ্যের মালিককে বহন করতে হবে।

খ.র

- Advertisement -

আরো পড়ুুর