অক্ষয় কুমার মঞ্চে উঠলেন। দর্শকদের হাততালিতে মুখরিত হলো অনুষ্ঠানস্থল। মঞ্চে দাঁড়িয়ে অক্ষয় বললেন, ‘ঢাকায় এটা আমার প্রথম সফর নয় আগেও এসেছি।’ ফের হাততালি। তিনি আবার বললেন, ‘আমি তখন অভিনেতা হিসেবে আসিনি, এসেছি অন্য এক পরিচয়ে।’ পুরো হলজুড়ে স্তব্ধতায় ছেয়ে গেলো। অক্ষয় বললেন, ‘আমি এর আগে যখন ঢাকায় এসেছিলাম তখন হোটেল পূর্বাণীতে বাবুর্চির কাজ করতাম। পুরো হলজুড়ে আবারও নীরব হয়ে গেলো।
তিনি ৬ মাস বাবুর্চির কাজ করেছেন ঢাকার পূর্বাণী হোটেলে। একই কাজ এরপর ব্যাংককেও করেছেন তিনি। সেই অক্ষয় বাবুর্চি থেকে এখন সমগ্র ভারতের ‘আইকন’। শীর্ষসারির নায়ক হিসেবে বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন।
২০১৩ সালে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জীবনের গল্প বলতে গিয়ে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বাঙালি প্রযোজক-পরিচালক প্রণব চক্রবর্তীর প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলেন, ‘তাঁর দিদার ছবির মাধ্যমেই আমার চলচ্চিত্র জগতে প্রবেশ। আমি তার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।’ সেই থেকে তিনি এখন পর্যন্ত ১৭০টিরও অধিক ছবিতে অভিনয় করেছেন।
এছাড়া তিনি আরও বলেন, ‘মা-বাবার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হলে সাফল্য আসবেই। আমি সেভাবেই আজকের পর্যায়ে এসেছি এবং এ উপদেশই আমার ভক্তদের দিতে চাই।’
দৈনিক অন্যধারা/১২ মে ২০২২/জ কা তা