অন্যধারা ডেস্ক :
পর্নো সিনেমার দুনিয়া ছেড়ে বেশ আগেই মূল ধারার সিনেমায় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সানি লিওনি। আর এ বছর নির্মাতা অনুরাগ কাশ্যপের সিনেমা ‘কেনেডি’র হাত ধরে কান চলচ্চিত্র উৎসবেও পৌঁছেছেন সানি।
কানে দেখানো হয়েছে সানি অভিনীত ‘কেনেডি’, উৎসবের রেড কার্পেটেও ডেবিউ করেছেন তিনি। সানির এই গৌরবের দিনে পাশে ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সানির সঙ্গে রেড কার্পেটেই দেখা গিয়েছিল তাকে।
স্ত্রীকে নিয়ে গর্বে বুক ভরেছে ড্যানিয়েলেরও। স্ত্রীর এই শিখর ছোঁয়ার জন্য সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছিলেন ড্যানিয়েল। এবার স্বামীকে নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী।
সানি স্বামী ড্যানিয়েলকে ট্যাগ করে লিখেছেন, ‘ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন আমার সব চেয়ে খারাপ সময়ে। সেই মুহূর্তে তুমি আক্ষরিক অর্থে আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই তখন থেকে আমার পাশে আছো। ১৫ বছরের ঐক্য! তোমাকে ছাড়া কানের এই মুহূর্তটি কখনই ঘটত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই ছিল সত্যিই নিঃস্বার্থ। আমি তোমাকে ভালবাসি এবং তোমাকে ধন্যবাদ!’
স্ত্রী সানি লিওনের পোস্টের উত্তর দিতে ভোলেননি ড্যানিয়েল। পাল্টা উত্তরে লিখেছেন, ‘এ সবকিছুই তোমার অর্জন করা! আমি থাকি বা নাই থাকি! আমি তোমাকে ভালোবাসি! এটা তো সবে শুরু!’
এদিকে এর আগে কান থেকে সানির বেশকিছু ছবি পোস্ট করেছিলেন ড্যানিয়েল, লিখেছিলেন, ‘তুমি ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের আলো। কোনো উপযুক্ত শব্দ পাচ্ছি না! আমি আজ রাতে চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখলাম! সবারই একটি যাত্রাপথ থাকে, কিন্তু সবাই তাদের স্বপ্ন ছুঁতে পারে না! তুমি লাখ লাখ মানুষের অনুপ্রেরণা এবং আমার কাছেও অনুপ্রেরণা! তোমায় সানি লিওনি হওয়ার জন্য ধন্যবাদ!’
ডি.ও // র হ খ