ধোঁয়াশার আস্তরণে প্রণয় : রুবিনা সুলতানা

- Advertisement -
- Advertisement -

ধোঁয়াশার আস্তরণে আচ্ছন্ন প্রণয়,
তৃষিত চোখ এঁকে যায় ছবি,
দূর্বা দলে জমে থাকা শিশিরে।

বিভার ঝিলিক পড়তেই মিইয়ে গেল প্রণয়,
যে ছবি এঁকেছি শর্তহীন, কোন একদিন,
ঢাকীর ঢোলে বাজে আজ স্বাগতিক বিদায়ী অভ্যর্থনা।

তুমি আবার কুড়াবে প্রেম হয়তোবা মেঠোপথের দুপাশে,
যেখান থেকে শুরু হয়েছিল তোমার নিছক বিনোদন,
অশ্রুসিক্ত কচুরি ফুলের আকাশি বেগুনি রঙ।

এভাবেই একদিন হারিয়ে যায় কাকতাড়ুয়া প্রেম,
বুকের গহীনে ভাঙন কেবলই অপ্রতিরোধ্য,
আর যেতে যেতে বলে যাই,
তুমি নতুনের খোঁজে অনন্তকাল…

অন্যধারা/১৯/০৫/২০২৪/আকাশ

- Advertisement -

আরো পড়ুুর