পুলিশের লাঠিচার্জের পরও আন্দোলন শাবিপ্রবি শিক্ষার্থীদের

- Advertisement -
- Advertisement -

কোটা সংস্কারের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ছবি: সময় সংবাদ

হাবিবুল হাসান রিজভী

১ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল বের করে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা।

এ সময় কয়েকজন শিক্ষার্থীর ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা যায়। পুলিশের ব্যাপক বাধা উপেক্ষা করে জোর করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে নেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। এসময় তিনিও সড়ক অবরোধ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের নিষেধ করেন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘আমরা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় জমায়েত হতে চাইলে পুলিশ আমাদেরকে বাধা দেন এবং কয়েকজনের ওপরে লাঠিচার্জ করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এসব পুলিশি বাধায় কোনো কাজ হবে না, আমাদের অধিকার আদায়ের আন্দোলন করেই যাব।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করতে বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা জোর করে রাস্তা দখল করে নিতে চাইলে পুলিশ শিক্ষার্থীদেরকে বাধা দেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।’

শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থানের পর বিকেল সোয়া ৫টায় অবরোধ তুলে নেয়।

11/07/2024
- Advertisement -

আরো পড়ুুর