প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিলেন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি ও  সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ জানুয়ারি,২০২২) পুলিশ সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানে গণভবন  থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এমন কথা বলেন তিনি।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহ উদযাপনে দেওয়া ভাষণ থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, এই রাজারবাগে যারা শহীদ হয়েছিলেন, তাদের কথা মনে রাখতে হবে। তারা আপনাদেরই ভাই। তাদের রক্ত যেন বৃথা না যায়।

শেখ হাসিনা বলেন, দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ও  অভ্যন্তরীণ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এটা আমার বিশ্বাস।

প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহস ও বিরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের মধ্যে পুলিশ পদক প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর