(ছবি: জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ)
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৩ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজন করেন। তবে সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন থানা-ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে থাকবেন। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সভাপতিত্ব করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সঞ্চালনায় রয়েছেন।
দৈনিক অন্যধারা/২৩ মে ২০২২/জ কা তা