অন্যধারা ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি,২০২২) ভোর ৪টা থেকে দুপুর আনুমানিক ১টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে। ম্যারাথন শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
ওই দিন হাতিরঝিল এলাকায় যানবাহন চালকদের ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৯ জানুয়ারি,২০২২) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এমন তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার হয়ে যেসব গাড়ি হাতিরঝিল সড়ক ব্যবহার করতে চায় তারা গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবেন। রেইনবো ক্রসিং হয়ে হাতিরঝিল দিয়ে যেসব যানবাহন গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে চায় তাদেরকে মগবাজার ও মৌচাক হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
দৈনিক অন্যধারা//আর এম