অন্যধারা ডেস্ক
দেশের বাজারে কেরোসিন, ডিজেল, পেট্রল, অকটেনের দাম ৫ টাকা করে কমিয়েছে সরকার। রোববার ডিজেলে শুল্ক কমানোর পর সোমবার দাম কমানোর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য্য ধরুন আপনারা।’
৫ টাকা কমানোর পরে যে দাম আছে সেটিও দেশের মানুষের জন্য বেশি হয়ে যায় মন্তব্য করে হামিদ বলেছেন, ‘আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিশ্ববাজারের সাথে দেশেও আমরা নিয়মিত মূল্য সমন্বয় করবো।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।