ছবি: নবজাতকের জন্য চাঁদা দাবি করায় আটককৃত হিজড়ারা
বাচ্চা হওয়ায় পরিবারের কাছে চাঁদা দাবি ও বাচ্চা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় ৪ হিজড়াকে আটক করেছে পুলিশ। তারা ২ নবজাতকের অভিভাবকের নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিতে পারলে বাচ্চা ছিনিয়ে নেওয়া হবে বলে তারা হুমকি দেন।
রোববার (১৪ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলেন- আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) ও রুমা হিজড়া (২৫)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ৬ আগস্ট রাজধানী উত্তরার ৯ নম্বর সেক্টরে এক ভাড়াটিয়ার কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। একই ভবনে কয়েক মাস আগে অন্য এক পরিবারেরও কন্যাসন্তান হয়। ১৪ আগস্ট হিজড়ারা এসে ২ নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদাকে ‘নবজাতক পাওনা’ বলে দাবি করেন হিজড়ারা। তারা ওই নবজাতকের পরিবারকে হুমকি দিয়ে বলেন, দাবিকৃত চাঁদা দিতে অপারগ হলে বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হবে। একপর্যায়ে এক নবজাতকের পরিবার সন্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে ৩ হাজার টাকা দেন। অন্যদিকে বাকি পরিবার টাকা না দেওয়ায় ঘরের দরজায় লাথি মারে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে অসামাজিক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।
ওসি আরও বলেন, ভুক্তভোগী পুলিশে খবর পাঠালে ঘটনাস্থলে গিয়ে হিজড়াদের আটক করা হয়। এসময় হিজড়াদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এক নবজাতকের বাবা আব্দুর রহিম বাদি হয়ে হিজড়াদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
দৈনিক অন্যধারা/১৪ আগস্ট ২০২২/রবিবার/জ কা তা