অন্যধারা ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহেমদ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি-জামাতের করা অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৩০ জুলাই) বিকেলে ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক নতুন উপকমিটির প্রথম সভায় সভাপতিত্বর বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. শাম্মী আহেমদ বলেন, ‘এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।
তিনি বলেন, যারা বাংলাদেশের সংবিধান, সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করে না, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের সক্রিয় হতে হবে।
কমিটির সদস্য তারিক হাসান সমির‘র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর সৈয়দ শাহেদ রেজা, ড. এস এম জাহাঙ্গীর আলম, খান মইনুল ইসলাম মোস্তাক, শাহিদুল হাসান খোকন, শিখা বোস, ব্যারিস্টার ইমরুল হাই সজীব প্রমুখ ।
সভায় শোকের মাসে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া উপ-কমিটির কার্যক্রম পরিচালনার স্বার্থে মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড রিসার্চ এবং অভ্যর্থনা বিশেষ কমিটি গঠন করা হয়।
সভা শেষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নেতৃত্বে উপ-কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ডিও // রহখ