বিএনপির সভায় দলীয় নেতাকর্মীদের উপর হামলায়, আহত ১০

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেক্স :

কেন্দ্রীয় বিএনপির আগামী ৪ মার্চের পদযাত্রা কর্মসূচি সফল করতে যৌথ প্রস্তুতি সভার আয়োজন করেছিল গাজীপুর মহানগর বিএনপি। এ সময় হামলা চালায় বিএনপির আরেক পক্ষ। এতে দুই পক্ষের সংঘর্ষে লেগে পণ্ড হয়ে যায় প্রস্তুতি সভা। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ। আজ (২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা চলাকালে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সভা চলাকালে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বিএনপির আরেক গ্রুপের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। হামলাকারীরা প্রস্তুতি সভার ব্যানার ছিঁড়ে ফেলে। সেইসঙ্গে চেয়ার-টেবিল ভাঙচুর করে। সভায় উপস্থিত নেতাকর্মীরা হামলাকারীদের বাধা দিলে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ লাঠিপেটা করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছাত্রদল কর্মী রাজুকে আটক করেছে পুলিশ।

দৈনিক অন্যধারা / ২৮-০২-২০২৩
- Advertisement -

আরো পড়ুুর