বিএসটিআই কর্তৃক কেরাণীগঞ্জ এর হোসেন ম্যানুফ্যাকচারিং কে নকল পণ্য উৎপাদনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্কঃ

বিএসটিআই এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২০-১০-২০২৪ তারিখে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মর্মে এক বিজ্ঞপ্তিতে জানায়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে ২০-১০-২০২৪ তারিখে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে হোসেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, গকুলচর-৮, রসুলপুর, কেরাণীগঞ্জ-১৩১০, কেরাণীগঞ্জ মডেল, ঢাকা নামীয় নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত গ্লু পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি FAST ব্রান্ডের নকল গ্লু ও Febicol ব্রান্ডের আদলে Febicon নামে নিম্নমানের গ্লু বাজারজাত করে আসছিলো। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন।উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। কোম্পানি, গকুলচর-৮, রসুলপুর, কেরাণীগঞ্জ-১৩১০, কেরাণীগঞ্জ মডেল, ঢাকা প্রতিষ্ঠানকে বিএসটিআই’র পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত গ্লু পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি FAST ব্রান্ডের নকল গ্লু ও Febicol ব্রান্ডের আদলে Febicon নামে নিম্নমানের গ্লু বাজারজাত করে আসছিলো। নকল পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরন ও বাজারজাত করনের জন্য প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০/= টাকা জরিমানা আদায় করেন।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

- Advertisement -

আরো পড়ুুর