বিশ্বকাপের আগে আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি আর্জেন্টিনার

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক

ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। আসরটির আগে সুযোগ পাওয়া দলগুলো শেষ প্রস্তুতি সারছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্ব দলটি শিরোপারও অন্যতম দাবিদার। সাম্প্রতিক সময় দুর্দান্ত পারফরম্যান্স করছে আলবিসেলেস্তারা।

আগামী ১৬ নভেম্বর আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আবুধাবির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মোহামেদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে।

ম্যাচের আগে ১৩ নভেম্বর অনুশীলন করবে আর্জেন্টিনা।

দৈনিক অন্যধারা/১২-১০-২০২২ইং

- Advertisement -

আরো পড়ুুর