বিনোদন ডেস্ক
আগামী বছর এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি। বিয়েতে দুজনের পরিবারের ঘনিষ্ট আত্মীয়রা উপস্থিত থাকবেন। তবে তারা বলিউড তারকাদের দাওয়াত দেবেন না।
করণ জোহরের ‘কফি উইথ করণ- সিজন ৭-এর এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তারা শুরুতে শুধু ‘ভালো বন্ধু’বললেও পরে হাটে হাঁড়ি ভেঙে যায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টিও স্বীকার করিয়ে ছাড়েন করণ জোহর। এক পর্যায়ে তারা নিজেদের বিয়ের সম্ভাব্য সময় জানিয়ে দেন। কিন্তু যিনি বিয়ের সানাই বাজিয়ে দিয়েছেন, সেই করণ জোহর বিয়ের আমন্ত্রণ পাচ্ছেন না।
কীভাবে বিয়ে হবে, সেই পরিকল্পনাও জানিয়েছেন তারা। শুরুতে রেজিস্ট্রি ম্যারেজ। তার পর ককটেল পার্টি। শেষে রিসেপশন। রিসেপশনে বলি তারকারা নিমন্ত্রিত হলেও হতে পারেন। বিয়ের অনুষ্ঠান হবে দিল্লিতে।
দৈনিক অন্যধারা/১২-১০-২০২২ইং

