অন্যধারা ডেস্ক:
যশোরের বেনাপোলের কাগমারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাইপোর হাতে চাচা খুন হয়েছে। নিহত মগর আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । দুবৃর্ত্তরা মগর আলীকে চাকু মেরে ও পিটিয়ে হত্যা করে। এসময় আহত হয়েছে আরো ৩ জন। পুলিশ সন্দেহভাজন ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত মগর আলী বেনাপোল কাগমারি গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এখবর জানতে পেরে তার ছেলেসহ আরো কয়েকজন ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও এলাপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় মগর আলী ও তার পুত্র হাসান ও হোসেন এবং নাতি ইয়াসিনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের ডাক্তার মগর আলীকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে। অভিযুক্তদের আটকে রাতেই পুলিশ ঝটিকা অভিযান শুরু করে।
পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে সামসুর রহমান নামে একজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জেলা পুলিশের মুখপাত্র ওসি ডিবি রুপন কুমার সরকার জানান। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।