সালমান খান শুটিং সেটে নারীদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি বললেন পলক

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারির। বলিউড ভাইজান এর সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ এ দেখা যাবে তাকে। বলিউডে পা রাখার আগে ‘বিজলি বিজলি’ শিরোনামের এক মিউজিক ভিডিওতে দেখা গেছে পলককে। খুব কম সময়ের মধ্যেই পর্দায় নিজের লাস্যময়ী উপস্থিতির জন্য ‘বিজলি গার্ল’ তকমাও পেয়েছেন তিনি। তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতে নাকি একেবারে ‘ভাল মেয়ে’ হয়ে থাকতে হয়েছে তাকে। এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতা বলেন পলক, বলিউডের ভাইজানের বিশেষ এক নিয়মের কথা।

পলক জানায়, সিনেমার সেটে নাকি নারীদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সালমান খান। সেটে উপস্থিত নারীদের সবাইকেই নাকি বুক ঢাকা পোশাক পরার নির্দেশ দেয়া থাকে ভাইজানের পক্ষ থেকে। এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার জন্যই প্রযোজ্য নয়। পলক জানায়, অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ সিনেমার সেটেও একই নিয়ম রেখেছিলেন সালমান।

Shweta Tiwari's Daughter Palak Tiwari Looks Very Hot & Glamorous Snapped At  Filmistan Studios - YouTube

এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার জন্যই প্রযোজ্য নয়। পলক জানান, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার সেটেও একই নিয়ম রেখেছিলেন সালমান। কিসি কা ভাই কিসি কি জান সিনেমাতে অভিনয়ের অভিষেকের আগে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি। অভিনেতা ও নির্মাতা মহেশ মাঞ্জরেকরের ওই সিনেমাতেও নাকি একই নিয়ম রেখেছিলেন সালমান।

Palak Tiwari is hotness personified in sexy outfit featuring plunging  neckline, see photos

পলক আরও জানায়, একদিন আমি শার্ট আর জগার্স পরে বাড়ি থেকে বেরোচ্ছি দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলেছিলাম যে, সালমান স্যারের সেটে যাচ্ছি। আমাকে ওই পোশাকে দেখে মা খুব খুশি হয়ে গিয়েছিলেন! সালমান স্যার একটু পুরনোপন্থী। আমাদের যে কোনো রকমের পোশাক পরায় তার আপত্তি নেই। কিন্তু উনি চান যেন আমরা সুরক্ষিত থাকি, সাবধানে থাকি। তার বিশ্বস্ত না হলে উনি কাউকে ভরসা করেন না।

দৈনিক অন্যধারা / ১৩-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর