সোনারগাঁও ইউনিভার্সিটির জার্সি উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে ফের আয়োজিত হতে চলেছে ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০২৩’। উত্তেজনাপূণ এই ক্রিকেট টুর্নামেন্টটিতে এবারও সগৌরবে অংশগ্রহণ করতে যাচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২২ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ৩২ দলের এই টুর্নামেন্ট আয়োজিত হবে।এরই অংশ হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটি প্রাঙ্গনে হয়ে গেলো তাদের জার্সি উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার (২১ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর পান্থপথে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান সম্পন্ন হয়।।এ সময় জার্সি উন্মোচন করেন
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা,প্রধান অতিথি – ইঞ্জি: আব্দুল আজিজ।এ সময় আরও উপস্থিত ছিলেন-বিশেষ অতিথি অধ্যাপক মোঃ আল-আমিন মোল্লা।সভাপতি হিসেবে ছিলেন-ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান,সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার
আবু হানিফ,কোচ রাসেল আহমেদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ক্রিকেট দলের অধিনায়ক ক্রিকেটার মেহরাব হোসেন জসি ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল উপস্থিত ছিল। এবারের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলে রয়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার- রনি তালুকদার,আল আমিন হোসেন,সাইফুদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ক্রিকেটারদের উৎসাহিত করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার,রেজিস্ট্রার , দলের কোচ , দলের ম্যানেজার ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
ট্রফি জয়ের আশা ব্যক্ত করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের ক্রিকেটার ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এর দলের অধিনায়ক মেহরাব হোসেন জসি বলেন, ‘সমৃদ্ধ ব্যাটিং ইউনিটের কারণেই টুর্নামেন্টে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ্ আমরা ট্রফিটি বিশ্ববিদ্যালয়ে ঠিক এভাবেই আনবো।’
টুর্নামেন্টটি ঘিরে ক্রিকেটারদের পাশাপাশি আগ্রহের কমতি নেই শিক্ষকমণ্ডলী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাঝেও।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় দলটির কোচ রাসেল আহমেদ বলেন,’বরাবরের মতই আমরা সেরাটা দিবো এবং ট্রফি জয় করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবো’।
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় দলটির টিম ম্যানেজার আবু হানিফ বলেন,’সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এর অভিজ্ঞতাসম্পন্ন এবারের দল।আমি আশা করছি আমরা প্রত্যাশিত ফলাফল লাভ করব।’
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এস এম নুরুল হুদা বলেন, ‘বড় বড় দলগুলোকে হারিয়ে ট্রফি জয় করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা আমাদের।’
ট্রেজারার অধ্যাপক মোঃ আল আমিন মোল্লা বলেন, ‘ আমি আশা করছি আমরা প্রত্যাশিত ফলাফল লাভ করব। ইনশাআল্লাহ্ সোনারগাঁও ইউনিভার্সিটির বিজয় হবে।’
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান বলেন, ‘আমি আশা করি আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির ছেলেরা এই ট্রফি জয় করে নিয়ে আসবে। তাদের প্রত্যেকের প্রতি শুভকামনা থাকবে।’
প্রসঙ্গত, এবারের আসরে ট্রফির জন্য লড়াই করবে মোট ৩২টি বিশ্ববিদ্যালয়।

 

ডিও // দ.ম.দ

- Advertisement -

আরো পড়ুুর