১৫ টাকা দরে তরমুজের কেজি বিক্রি হচ্ছে। তারপরও ক্রেতা সংকটে ভুগছেন নওগাঁর তরমুজ ব্যবসায়ীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে তরমুজের ভেতরে পানি জমে নষ্ট হয়ে যাওয়ায় তরমুজ কেনার আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রেতারা।
তরমুজ ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে তরমুজে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেক তরমুজের মধ্যে নরম হয়ে যাওয়ায় স্বাদ পাওয়া যায় না। পাইকারিভাবে কেনার সময় এসব তরমুজ চেনা যায় না। খুচরা বিক্রি করার সময় ক্রেতাদের কেটে দেখাতে হয়। এ সময় তরমুজ নষ্ট হলে ক্রেতারা কিনেন না। এতে খুচরা ব্যবসায়ীদের লোকসান গুণতে হচ্ছে।
জানা গেছে, কিছুদিন আগেও ডাবপট্টি, ব্রিজ মোড় ও কাঁচা বাজারসহ নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় পাইকারি দোকানগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে তরমুজ কিনতেন। অথচ এখন তাতে তরমুজের স্তূপ পড়ে আছে। বিক্রির পরিমাণ খুবই কম। মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হয়েছে কিছুদিন আগে। বর্তমানে ১০ থেকে ১২ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। ১০ থেকে ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে ছোট আকারের তরমুজ। বাজারে অন্যান্য মৌসুমি ফল আসায় তরমুজের চাহিদা কমে গেছে বলে ধারণা করছেন তরমুজ ব্যবসায়ীরা।
দৈনিক অন্যধারা/২২ মে ২০২২/জ কা তা