২০ টন বেশি ওজনের গার্ডার তুলেছিল ক্রেনটি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

রাজধানীর উত্তরায় যে ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়েছে সেটির সক্ষমতা ছিল ৪৫-৫০ টন। অথচ গার্ডারটির ওজন ছিল ৬০-৭০ টনের বেশি। আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও জানান, বিআরটি প্রকল্পের থার্ড পার্টি প্রতিষ্ঠান হিসেবে বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ার লিমিটেড মাসিক ভাড়ার চুক্তিতে ক্রেনটি সরবরাহ করে। ক্রেনটি আনুমানিক ১৯৯৬-৯৭ সালে আনা হয়েছিল। প্রথমে ক্রেনটির সক্ষমতা ৮০ টন ছিল। পরে আস্তে আস্তে ক্রেনটির সক্ষমতা কমে যায় বলে তিনি জানান। সর্বশেষ ক্রেনটির সক্ষমতা ছিল ৪৫-৫০ টন।

এ ছাড়া ২০২১ সালে সর্বশেষ ফিটনেস যাচাই করা হয়। এরপর ক্রেনটির আর ফিটনেস যাচাই করা হয়নি, বলেন র‍্যাবের এই কর্মকর্তা।

খন্দকার আল মঈন বলেন, ‘আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, ক্রেনটির ফিটনেস ছিল না। অতিরিক্ত ভার বহন করায় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর