ছয় চরণের স্তবক –১১৫। ছন্দা দাশ

- Advertisement -
ছয় চরণের স্তবক –১১৫
ছন্দা দাশ
বিষের পেয়ালা হাতে নিয়ে অমৃত চুমুক
অবুঝ চোখের মায়ায় বাজে
যুগলবন্দী সেতারের সুর
জানতে চাইলে অমৃতের স্বাদ কেমন
বিশ্বসংসার ঘুরে এসে বলেছি
বিষ দাও —হে প্রেয়সী।
অন্যধারা/২৬ জুলাই’২০/এসএএইচ
- Advertisement -

আরো পড়ুুর