ছয় চরণের স্তবক–৯১ । জাফর পাঠান

ছয় চরণের স্তবক–৯১
জাফর পাঠান

তালে তাল তুলে তাল হয়েছি ছন্দ মাতাল
বর্ণ শব্দ পঙক্তিতে পঙক্তিতে ধরি হাল
ছন্দ বিহনে দোলে না এ মন, দোলে না প্রাণ
ফুলের মাঝে আছে ছন্দের সুবাসিত ঘ্রাণ
ছন্দের শোভায় পূর্ণিমার সৌন্দর্যও ম্লান
উপমা উৎপ্রেক্ষা চিত্রকল্পতে করে স্নান।

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here