আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল পর সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সেনাবাহিনী। জরুরি অবস্থা উপেক্ষা করে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ জনতা। সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের পর সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।
তবে জরুরি অবস্থা ভেঙে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। এতে গুলি চালিয়েছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।