- Advertisement -
ছয় চরণের স্তবক –১১১
এম উমর ফারুক
জীবনের দু’কূল ভাঙছে আজ
অতীত স্মৃতির যন্ত্রণায়
অসহায় মন কাঁদছে নীরবে
একা দাঁড়িয়ে জীবনের মোহনায়
শ্রাবনের অশ্রুতে ভাসিয়ে এই বুক
খোঁজে কী ছিল অপ্রত্যাশিত ভুল।
অন্যধারা/২৫ জুলাই’২০/এসএএইচ
- Advertisement -

