দেবিদ্বার পৌর নির্বাচনের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন

দেবিদ্বার প্রতিনিধি :
দেবিদ্বার পৌরসভার নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌরসভার সর্বস্তরের জনগন। বুধবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরের সামনে পৌর নাগরিকদের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
দেবিদ্বার পৌরসভা গঠনের ২১টি বছর পেরিয়ে গেলেও নানা জটিলতায় আটকে আছে নির্বাচন। নির্বাচন না হওয়ায় পৌরবাসী বিভিন্ন কাজে ভোগান্তিতে পরতে হচ্ছে। বছর বছর পৌর ট্যাক্স দিয়ে যাচ্ছে অথচ পৌর সেবা পাচ্ছে না। যার ফলে পৌরসভার যে সুযোগ সুবিধা তা থেকে বঞ্চিত হচ্ছে  নাগরিকরা। সেই অবস্থায় আমলাতান্ত্রিক জটিলতায় ব্যাহত হচ্ছে উন্নয়ন, বাড়ছে দুর্নীতি। এ অবস্থায় দ্রুত নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছে দেবিদ্বার পৌরবাসী।
পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যানের সভাপতিত্বে মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাউছার হায়দার, সাংবাদিক শফিউল আলম রাজীব, শাহ আমানত, মো. সুক্কুর আলম প্রমূখ।
বক্তারা বলেন, ২০০২ সালে ১৫ সেপ্টেম্বর ৫ নং দেবিদ্বার সদর ইউনিয়ন এবং ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়ন, ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ও ৪ নং সুবিল ইউনিয়নের অংশবিশেষ নিয়ে দেবিদ্বার পৌরসভা গঠিত হয়। ইতোমধ্যেই পৌরসভাটি ‘খ’ শ্রেনীতে উন্নীত হয়েছে। পৌর সংশ্লিষ্ট কতিপয় সুবিধা ভোগী ব্যাক্তি ও পৌর কর্মকর্তাদের অপতৎপরতায় এবং নানা জটিলতায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও পৌর নির্বাচন আটকে রাখা হয়েছে। ফলে পৌরবাসী নাগরিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। অবিলম্বে পৌর নির্বাচন দেয়ার দাবীতে পৌরবাসী ঐক্যমত পোষণ করে।
দৈনিক অন্যধারা //২৪-০৫-২০২৩// খ.র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here