অন্যধার ডেস্ক:
সরকার দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয়েছে ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর,২০২১)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত তেমনি এই মন্ত্রণালয়ের প্রকল্পগুলোও আমাদের জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। কাজেই কাজের মান ও স্বচ্ছতা ঠিক রেখে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে মন্ত্রী প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।
সভা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুর রহমান।
সাপ্তাহিক অন্যধারা//আর এম