যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া ছাত্রদের কাজ নয়-প্রধানমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক: 

সারাদেশে হাফ ভাড়ার দাবিতে ছাত্র আন্দোলন,যানবাহন ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া প্রসঙ্গে ধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তায় নেমে যানবাহন ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। যারা এ ধরনের অপরাধ করবে তাদের খুজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী বুধবার(১ ডিসেম্বর,২০২১) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল এবং রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য ১২ তলা ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সতর্ক। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কেউ অপরাধ করলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাকে খুঁজে বের করা যায়। তাছাড়া সবকিছুর ভিডিও ফুটেজও রয়েছে। তাই যে কোনো সময় যে কোনো অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাদের ধরে ফেলা খুব একটা কঠিন কাজ নয়।

প্রধানমন্ত্রী বলেন, গাড়িতে আগুন দেয়া ছাত্রদের কাজ নয়। কেননা যে গাড়িতে আগুন দেওয়া হয় সেই গাড়িতে যাত্রী থাকলে তাদের গাঁয়ে আগুন লেগে কেউ আহত কিংবা নিহত হলে তার দায়ভার কে নেবে? ভবিষ্যতে কেউ যদি গাড়িতে আগুন দেয় তাকে খুজে বের করে শাস্তি দেওয়া হবে। যে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে সে গাড়িতে যদি কেউ মারা যায় বা আগুনে পোড়ে, তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে।

শেখ হাসিনা সড়কের অবস্থা উল্লেখ করে বলেন, হঠাৎ রাস্তায় দৌড় দেবে ফলে দুর্ঘটনা ঘটবে, আর দুর্ঘটনা ঘটলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কী ধরনের কথা? একটা দুর্ঘটনা ঘটেছে, তখন তাকে বাঁচানোর চেষ্টা না করে লাঠিসোটা নিয়ে নেমে পড়লো গাড়ি ভাঙা, আগুন দেওয়ার কাজে। এটা ঠিক নয়।

আমার এখানে একটা প্রশ্ন, এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র জাতির কাছে। দুর্ঘটনার ঘটলেই আগুন দেওয়া শুরু হয়, ঐ গাড়িতে কি নারী-শিশু বা ছাত্র-ছাত্রীরা নেই? যারা ঐ আগুনে পুড়ে আহত কিংবা মারাও যেতে পারে, তার দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব যারা আগুন দেবে তাদের ওপরই  বর্তায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই ব্যবস্থা নিতে হবে।

সব শেষে শেখ হাসিনা বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। গাড়ি চালকদের উদ্দেশ্যে আমি বলবো তারা যেন সতর্কতার সঙ্গে গাড়ি চালান।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর