সরকারি-বেসরকারিভাবে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস‘ পালন করা হচ্ছে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ৯ ডিসেম্বর । এ উপলক্ষে  প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে এই দিবসটি পালন করা হচ্ছে।

এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব- দুর্নীতিকে না বলুন’।

কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর,২০২১) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। জানা যায়,ঢাকায় ইংলিশ রোড, ফার্মগেট, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মিরপুর-১০, উত্তরার বিমানবন্দর চত্বর, মতিঝিল, যাত্রাবাড়ীসহ দেশের জেলা-উপজেলায় মানববন্ধন করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও বিশেষ অতিথি থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে এক করার জন্য ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনকাকের সদস্যরাষ্ট্র হিসেবে দুদক ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। ২০১৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।

উল্লেখ্য  জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর