অন্যধারা ডেস্ক:
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) আয়োজিত ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স এশিয়া প্যাসিফিক’ শীর্ষক আলোচনা সভা হয়। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে এ সভায় অংশ নেন। সভায় যুক্ত হয়ে তিনি বলেন,সরকার ২০২৪ সালের ভিতরে দেশে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কাজ করছে । মন্ত্রী আরও বলেন,প্রথম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস-সিআরভিএস ডিকেইডের (২০১৫-২০২৪) ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের মধ্যে দেশে শতভাগ জন্ম নিবন্ধন এবং ৫০ শতাংশ মৃত্যু নিবন্ধন করার অঙ্গীকার করা হয়েছে। কারণ পাসপোর্ট, বিয়ে নিবন্ধন, মৃত্যুসনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সব বয়সের জন্ম সনদ দরকার পড়ে। এ লক্ষে স্থানীয় সরকারের উদ্যোগে ২০১০ সাল থেকে খুব সহজেই অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে জন্ম-মৃত্যু নিবন্ধন শুরু করা হয়েছে।
সাপ্তাহিক অন্যধারা//আর এম