অন্যধারা ডেস্ক:
দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অফিস,কর্মস্থল কিংবা গন্তব্য স্থানে পৌঁছাতে সবার জন্যই বিরক্তিকর।শহরের এই দীর্ঘ যানজট থেকে মুক্তি লাভের জন্যই মেট্রোরেল। মেট্রোরেল আমাদের স্বপ্ন। স্বপ্নের মেট্রোরেল উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১০ কিলোমিটার। দীর্ঘ এই প্রকল্পের কাজ প্রায় ৭২ শতাংশ হয়েছে। উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।
জানা যায়,আগামী ১২ ডিসেম্বর থেকে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করবে। যাত্রী ছাড়া আট সেট ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পূর্বে আগারগাঁও পর্যন্ত নয়টির মধ্যে ছয়টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মেট্রোরেল পরীক্ষামূলক চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।
সরকার আগামী বছরের (২০২২ সালের) ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরুর পরিকল্পনা নিয়েছে ।
এজন্য আগামী ১২ ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৫৮ কিলোমিটার মেট্রোরেলের রাস্তায় নিয়মিত মেট্রোরেল চলাচল করবে।
সাপ্তাহিক অন্যধারা//আর এম