তোমাকে হারানোর ভয়
রফিকুল নাজিম
একদিন একটা ফুলকে ভালোবেসেছিলাম
তারপর সে একদিন ঝরে গেল
একদিন একটা পরিযায়ী পাখিকে ভালোবেসেছিলাম
শীতের শেষে সে উড়ে গেল
একদিন টলটলা এক নদীকে ভালোবেসেছিলাম
ধীরে ধীরে সেও চলে গেল সাগরে
একদিন আকাশকে মনের গোপন সব কথা বলার পর
সেও অন্ধকার হয়ে গেল এক...