একবারই তো মরণ হয়
আবুল কালাম আজাদ
ছুটছে জীবন শেষ ঠিকানায়, দূর-বহুদূর অচিনপুর ।
পার হয়ে সব পাহাড়-মরু, বন-ভয়ঙ্কর, সমুদ্দুর ।
দূর গগনের চন্দ্রতারা, সাত আকাশের সীমানা,
পাতালপুরী, মায়ার শহর নয় জীবনের নিশানা।
নিশানজয়ী ধংসনিশান, প্রলয়বিষাণ,বিষের সুর,
কোন সে মোহে কে জানে যে জীবন চলে কোনসুদূর...